‘জীবনে যত রানই করি না কেন, এটা খুবই স্পেশাল’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


বাংলাদেশের অনেক জয়ের নায়ক মুশফিকুর রহীম। অনেক স্মরণীয় শট এসেছে তার ব্যাট থেকে। ২০০৭ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে উইনিং শট কিংবা এরপর আরও অগণিত ম্যাচে খেলেছেন মনে রাখার মতো অনেক শট।

মুশফিকের কাছে সেরা শট কোনটি? উত্তর দিয়েছেন মুশফিক নিজেই।

বৃহস্পতিবার দুপুরে সেই ডাবল সেঞ্চুরি করা ব্যাটের নিলামের ব্যাপারে বিস্তারিত জানাতে ডেইলি ক্রিকেট ফেসবুক পেজে লাইভে এসেছিলেন মুশফিক। সেখানে কথা হয়েছে নানান বিষয়ে। তখনই প্রশ্ন করা তার খেলা সেরা বা মনে রাখার মতো শটের ব্যাপারে।

মুশফিক বলেন, ‘যদি স্মরণীয় শটের কথা বলেন, সেটা তো এক রানেরও হতে পারে! এক্ষেত্রে যেটা প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলাম, সেই সিঙ্গেলটা (দুইশ পূরণ করার)। (নুয়ান) কুলাসেকারারের বলে পয়েন্টে ঠেলে দিয়ে… আমি যদিও জানিনা ওদের অধিনায়ক কী বুঝে তখন পয়েন্ট খালি করে দিয়েছিল (হাসি)। আমি ১৯৯ রানে ব্যাট করছি কিন্তু পয়েন্ট ফিল্ডার পিছিয়ে দেয়া হয়েছে। সেখান থেকেই ১ রান নিয়ে দুইশ করলাম।’

তিনি আরও জানিয়েছেন, ‘এটা (ডাবল সেঞ্চুরি করা ব্যাট) দিয়ে তো অনেক খেলেছি। ওয়েস্ট ইন্ডিজে একটা একশ আছে। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ রান করেছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে ৩-৪ ফিফটি আছে, নিউজিল্যান্ডের সঙ্গে টেস্টে ফিফটি আছে। ভাই! আমরা তো অমন প্লেয়ার না যে একটা ব্যাটে একটা ইনিংস খেলে রেখে দেবো। আর কোন ব্যাট দিয়ে যদি ডাবল সেঞ্চুরি হয়, তার মানে ঐ ব্যাট দিয়ে যত ম্যাচ খেলা যায়… (হাসি)’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৩৭৪ ম্যাচের ৪১১ ইনিংসে ব্যাটিং করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। রান করেছেন প্রায় ১২ হাজারের কাছাকাছি, হাঁকিয়েছেন ১৪ সেঞ্চুরি ও ৬৪টি ফিফটি।