টলিউডে আবারো খুশির খবর। মা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যাদের বলা হয় টলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ এবার বাবা-মা হতে চলেছেন। নিজেদের টুইটারে ছবি দিয়ে সেই খবর প্রকাশ্যে আনেন রাজ-শ্রভশ্রী।
এর আগে টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এক ছেলে সন্তানের মা হয়েছেন।
দ্বিতীয় বিবাহবার্ষীকির সময়ই বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ-শুভশ্রী। তবে পরিবারে ছোট্ট সদস্যের আসার খবর একটু অন্যরকমভাবেই শেয়ার করেন এই জুটি।
খুশির খবর দিতে গিয়ে তাঁরা জানান, ‘উই আর প্রেগন্যান্ট’ সন্তান শুভশ্রীর গর্ভে বেড়ে উঠলেও, সেই সময়ের ভাগীদার রাজও। তাই নতুনভাবেই বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ-শুভশ্রী।
লিউডের এই পরিচালক-অভিনেত্রী জুটির খুশির খবর প্রকাশ্যে আসার পর তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্তরা। সেইসাথে অন্যান্য তারকারাও অভিনন্দন জানাচ্ছেন এই জুটিকে।
সূত্র: জি নিউজ।