টিকিট ব্যতীত স্টেশনে প্রবেশে নিষেধাজ্ঞা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


এখন থেকে কোন যাত্রী আর টিকিট ব্যতিত স্টেশনে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শনিবার (১৮ জুলাই) পরিদর্শন ট্রেনে করে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেলস্টেশন পরিদর্শন করার সময় এসব কথা বলেন তিনি। তিনি জানান, এজন্য দেশের বড় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ (এক্সেস কন্ট্রোল) প্রতিষ্ঠার জন্য বেড়া দেওয়া প্রকল্পের কাজ চলছে।

এসময় মন্ত্রী জানান, ঈদুল আজহায় ট্রেন বাড়ছে না। যেভাবে এখন চলছে সেভাবে চলবে।

তিনি বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা নির্ধারণের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এখানে প্ল্যাটফর্মের উচ্চতা ট্রেনের উচ্চতার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

সেখান থেকে পরে মন্ত্রী গাজীপুর জেলার জয়দেবপুর রেলস্টেশন পরিদর্শনে যান। সেখানে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘জয়দেবপুর থেকে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালানো যাবে।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।