ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ফলোয়ার সংখ্যা ছয় কোটি ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে সামাজিক এই যোগাযোগমাধ্যমটিতে বিশ্বের তৃতীয় জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসেবে জায়গা করে নিলেন তিনি।
২০০৯ সালে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারে যোগ দেন মোদি। এরপর থেকে এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায়। গত ১০ মাসে তার ফলোয়ার এক কোটি বেড়েছে।
তবে ফলোয়ার সংখ্যা ছয় কোটি স্পর্শ করলেও জনপ্রিয়তার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ধারেকাছেও নেই মোদি। বর্তমানে সাবেক এই রাষ্ট্রনায়কের টুইটারে ফলোয়ার সংখ্যা ১২ কোটি।
তবে শুধু রাষ্ট্রনায়ক হিসেবেই টুইটারে সবচেয়ে বেশি জনপ্রিয় নন ওবামা; টুইটারে সবচেয়ে বেশি অনুসারী যুক্তরাষ্ট্রের সাবেক এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের।
আর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার ৮ কোটি ৩০ লাখ।