ঠাকুরগাঁওয়ে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে চলছে ১৪৪ ধারা। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহরিয়ার রহমান এ আদেশ জারি করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে সদরের রুহিয়ায় কর্মসূচির স্থান ঘিরে মোতায়েন রয়েছে পুলিশ।
বিএনপি নেতাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি দেয়া হয়। পরে কর্মসূচি বানচাল করতে একই স্থানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ইচ্ছাকৃতভাবে কর্মসূচি দেয়। এমন অবস্থায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, দুই দল একই স্থানে কর্মসূচি ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রুহিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
গতকাল সোমবার (২৯ আগস্ট) খাগড়াছড়ির রামগড়, রাঙ্গামাটির লংগদু এবং কক্সবাজারের পেকুয়ায় বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ কেন্দ্র করে সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।