বুধবার ব্রিটেনের রাজা চার্লস স্ত্রী ক্যামিলাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন ইয়র্কশায়ারের ইয়র্ক শহরে। রাজা হওয়ার পর এই প্রথম স্ত্রীকে নিয়ে সফরে বের হন তিনি। ঘটনাটি ঘটে সেখানেই।
রাজদম্পতি গাড়ি থেকে নেমে অপেক্ষারত জনগণের দিকে এগিয়ে আসছিলেন। দু’পাশে দাঁড়ানো জনতার সঙ্গে এগিয়ে গিয়ে হাত মেলাচ্ছিলেন, কথা বলছিলেন। সেই সময়েই একটি ডিম আছড়ে পড়ে রাজার থেকে হাতখানেক দূরে।
চার্লস অন্য দিকে তাকিয়েছিলেন, প্রথমটায় তাই বুঝতে পারেননি। কিন্তু এর পর একের পর এক ডিম উড়ে আসতে থাকে রাজাকে লক্ষ্য করে।
রাস্তার ধারে নিজের দোকানে দাঁড়িয়ে গোটা ঘটনাটি দেখছিলেন এক নারী। কে ডিম ছুড়ছে তা-ও দেখতে পাচ্ছিলেন তিনি। কিন্তু আক্রমণকারীকে থামানো তো দূর, ভিড় এড়িয়ে তার কাছে পৌঁছতেই পারছিলেন না।
পুলিশকে ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীকে মোট পাঁচটি ডিম ছুড়তে দেখেছিলেন রাজা চার্লস।
তার দাবি, রাজা-রানি কাছাকাছি আসতেই মুখে অদ্ভুত শব্দ করতে শুরু করেন ওই হামলাকারী। তার পরই একের পর এক ডিম ছুড়তে থাকেন।

আরও পড়ুন :
ছেঁড়া জিন্সটি কেন বিক্রি হলো ৭৭ লাখ টাকায়?
যদিও তাতে রাজার হাবভাবে কোনও পরিবর্তন হয়নি। লক্ষ্যভ্রষ্ট ডিমগুলি রাজার ধারে পাশেও এসে পৌঁছয়নি।
ভিডিওতে দেখা গেছে, ঘটনাটি যখন ঘটছে তখন ইয়র্কের নাগরিকদের সঙ্গ হাত মেলাচ্ছিলেন রাজা চার্লস। পর পর হামলার পরেও তার আচরণ বদলায়নি এক বিন্দু। নির্বিকার ভাবে একের পর এক দর্শনপ্রার্থীদের দিকে হাসিমুখে এগিয়েছেন তিনি।
পরে অবশ্য রাস্তায় এসে পড়া ফাটা ডিম মাথা নিচু করে দেখতে দেখা গেছে তাকে। কিন্তু তার বেশি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় ওই যুবক চিৎকার করে বলছিলেন, ‘এই দেশ দাসেদের রক্ত দিয়ে তৈরি হয়েছে।’ একই সঙ্গে ‘ব্রিটেনের রাজার লজ্জা হওয়া উচিত,’ বলেও চিৎকার করতে শোনা যায় হামলাকারীকে।
সেই চিৎকারের পাল্টা ‘গড সেভ দ্য কিং’ বলে চিৎকার করতে শুরু করেন বাকিরা।
পুলিশ এই ঘটনার পর হামলাকারী যুবককে গ্রেফতার করেছে। রাজদম্পতি অবশ্য তারপরও কিছুক্ষণ থাকেন ওই এলাকায়। পরে মেয়রের সঙ্গে সাক্ষাৎ সেরে রওনা হন পরের গন্তব্য দক্ষিণ ইয়র্কশায়ারের উদ্দেশে।