বন্যার পানিতে দেওয়ানগঞ্জ রেলস্টেশনের স্লিপার তলিয়ে যাওয়ায় এবং ইঞ্জিন যেখানে ঘোরানো হয় সেই জায়গায় বন্যার পানি উঠায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে দেওয়ানগঞ্জের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, বন্যার পানিতে দেওয়ানগঞ্জ রেলস্টেশনের স্লিপার তলিয়ে যাওয়া সেইসাথে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর জায়গায় তেও পানি ওঠার কারণে আপাতত ট্রেন চলাচল বন্ধ।
সেইসাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের আন্তঃনগর তিস্তা এবং ব্রহ্মপুত্র ট্রেন দুটি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।