ফিলিপিন্সের সেবু শহরের কয়েক বছর আগের ঘটনা। প্রতিবেশী দুই নাবালক ভাইবোনকে বাড়িতে ডেকে আনেন অভিযুক্ত তরুণী। পরে দুই অপ্রাপ্তবয়স্ক ভাইবোনকে অশ্লীল কাজ বাধ্য করেন তিনি।
ডিনা (পরিবর্তিত নাম), ২১ বছর বয়সি তরুণীর বিরুদ্ধে অভিযোগ, কয়েক বছর আগে তিনি প্রতিবেশী দুই নাবালক ভাইবোনকে বাড়িতে ডেকে আনেন। এর পর তিনি ওই ভাইবোনকে নগ্ন হয়ে এমন ভাবে শুয়ে থাকতে বলেন, যাতে দেখে মনে হয় যে তারা যৌনসঙ্গম করছে।
দুই অপ্রাপ্তবয়স্ক ভাইবোনকে জোর করে যৌনসঙ্গমে বাধ্য করা এবং সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করার অভিযোগে অন্তঃসত্ত্বা সেই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ সবচেয়ে খারাপ দিন সোমবার!
যদিও অভিযুক্ত তরুণী নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে, ওই ভিডিও ডিলিট করেছেন তিনি।
ফিলিপিন্সের অ্যালেগ্রিয়া সিটির মহিলা ও শিশু সুরক্ষা দফতরের প্রধান সার্জেন্ট ভিলা ডোনা ইয়াবানেজ জানান, এই ঘটনা যখন ঘটে তখন নির্যাতিতরা প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। অভিযুক্তকে শিগগিরই আদালতে তোলা হবে।
উল্লেখ্য, সম্প্রতি অপ্রাপ্তবয়স্ক ভাইবোন তাদের মাকে পুরো ঘটনা জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে।