তরুণ প্রতিভার পাশে সুশান্তের পরিবার, অভিনেতার নামে নতুন সংস্থা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


সুশান্ত সিং রাজপুত আজ আর নেই। তবে তাঁর স্বপ্নকে পূরণ করতে, তরুণ প্রতিভাদের পাশে দাঁড়াতে চলেছে সুশান্তের পরিবার। যে জন্য সুশান্তের পরিবারের তরফে গঠন করা হচ্ছে ‘সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন’। সিনেমা, বিজ্ঞান ও খেলা, সুশান্তের পছন্দের এই তিনটি ক্ষেত্রে নতুন প্রতিভাদের এই সংগঠনের মাধ্যমে সাহায্য করা হবে।

সুশান্তের পরিবারের তরফে একটি বিবৃতিতে ‘সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন’ তৈরির কথা প্রকাশ্যে আনা হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ”সুশান্তের সিং রাজপুতের জগত আমাদের কাছে ফুলের মতো। ও ছিল মুক্তমনা, উজ্জ্বল, কথা বলতে ভালোবাসা একটা খোলা মনের মানুষ। ও কোনও বাধা ছাড়াই স্বপ্ন দেখতো, সেই স্বপ্নগুলি ছুঁয়ে দেখার চেষ্টা করতো। সিংহের মতো স্বপ্নকে তাড়া করে বেড়াত। ও আমাদের পরিবারের কাছে গর্ব, অনুপ্রেরণা, দূরবীনটি ছিল ওর কাছে মহামূল্যবান, ওটা দিয়ে ও তারা দেখতো। ‘

তরুণ প্রতিভার পাশে সুশান্তের পরিবার, অভিনেতার নামে নতুন সংস্থা

বিবৃতিতে আরও লেখা হয়েছে, ”আমরা ভাবতেই পারছি না যে, ওর সহজ হাসি আর দেখতে পাবো না, ও উজ্জ্বল চোখ আর দেখতে পাবো না। বিজ্ঞান নিয়ে ওর আলোচনা শুনতে পাবো না। ওর চলে যাওয়ায়, আমাদের পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনওই পূরণ হবে না।”

সুশান্ত যেখানে জন্মেছিলেন, পাটনার সেই রাজীব নগরে সুশান্তের স্মৃতিসৌধ বানানো হবে সেখানে, যেখানে সুশান্তের প্রিয় বই, টেলিস্কোপ, তাঁর পছন্দের সমস্ত জিনিস সযত্নে রাখা হবে। সুশান্তের ব্যবহৃত সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও চালু রাখা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি, সুশান্তের নামে যে ফাউন্ডেশনটি গড়া হচ্ছে, যে কেউ চাইলে সেবিষয়ে তথ্য জানতে পারেন। সেজন্য একটি মেইল আইডিও অভিনেতার পরিবারের তরফে দেওয়া হয়েছে। যেটি হল ssrliveson@gmail.com।

সুত্র: জি নিউজ।