করোনাভাইরাসের ক্রান্তিলগ্নে খেলা বন্ধ। তাই খেলোয়াড়দের মাঠে নামা হচ্ছে না দীর্ঘদিন। এমন পরিস্থিতিতে অনেক খেলোয়াড়ই লাইভ এ আসছেন, আড্ডা দিচ্ছেন।
শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা তামিম ইকবাল। তার সাথে এসেছিলেন জাতীয় দলের দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসন। সেখানে নিজেদের খেলোয়াড়ি জীবনের অনেক বিশেষ ঘটনা নিয়েই আড্ডায় মেতে ছিলেন দুজন।
প্রায় এক ঘণ্টার লাইভ সেশনে অনেক প্রসঙ্গেই কথা বলেছেন বর্তমান অধিনায়ক ও সাবেক অধিনায়ক। সবগুলোই বন্ধুস্থানীয় পর্যায়ের আড্ডা, যেখানে ছিল না কোন প্রথা মানার আদিখ্যেতা। নিজেদের মতো প্রাণ খুলে কথা বলেছেন এ দুজন।
কি কথা বলেছেন তারা? জানতে হলে ভিডিওটি দেখুন