পবিত্র কুরআনুল কারিমের সূরা ক্বফকে ব্যঙ্গ করে সম্প্রতি ‘সূরা করোনা’ নামের নকল একটি সূরা তৈরি করেছে তিউনিসিয়ার এক নারী।
আমিনাহ আশ শারকি নামের ২৭ বছর বয়সী এই নারী ব্লগার সূরা তৈরি শেষে নিজের ফেসবুক পেজে শেয়ার করার পরপরই তা নিয়ে আরব বিশ্বে তোলপাড় শুরু হয়।
পবিত্র গ্রন্থের সঙ্গে এরকম চরম তামাশা ও বেয়াদবি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তার বিরুদ্ধে ফুঁসে ওঠে এবং তার যথোপযুক্ত শাস্তির জন্য দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।
এরইমধ্যে বিষয়টি কর্তাব্যক্তিদের দৃষ্টিগোচর হলে তার বিরুদ্ধে অভিযোগ আনে তিউনিসিয়া সরকার এবং ধর্ম, বর্ণ এবং জাতির মধ্যে বিদ্বেষ উস্কে দেওয়ার অপরাধে আমিনাহ আশ শারকিকে ছয় মাসের কারাদণ্ড দেয় স্থানীয় একটি আদালত।
একইসঙ্গে ১৫ জুলাইয়ের ওই রায়ে ধর্মীয় রীতি লঙ্ঘনে অভিযুক্ত করে তাকে দুই হাজার দিনার জরিমানাও করা হয়েছে।