ভিয়েতনামের কিছু অংশে সন্তান জন্মদানের হার কমেছে। আর তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটির সরকার।
তাই ৩০ বছর বয়স হওয়ার আগেই বিয়ে করার জন্য চাপ দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নুগেইন জুয়ান। আর ৩৫ বছরের পৌঁছানোর আগেই দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য বলছেন।
দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নারীদের ৩৫ বছর বয়স হওয়ার আগেই দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য বলছেন। সরকার চায় নয়া দম্পতিরা সন্তান উৎপাদনে ব্যস্ত হয়ে ওঠুক।
তরুণদের ভালোবাসার মেজাজে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ফুক স্থানীয় কর্তৃপক্ষকে ডেটিং ক্লাব এবং বিবাহ পরামর্শদাতাদের বিভিন্ন অফার দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা বেশি বয়সে বিয়ে করে তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার প্রয়োজনীয়তা বিবেচনা করা উচিত। তবে এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
নতুন দম্পতিদের দুটি সন্তানের জন্মদানে উত্সাহ দেওয়ার জন্য সরকার প্রাদেশিক কর্তৃপক্ষকেও পাইলট প্রকল্প স্থাপন করতে বলছে। দুই সন্তান থাকলে সরকারি বিদ্যালয়ে অগ্রাধিকার, শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং সামাজিক আবাসনখাতে ব্যক্তি মালিকানা দেওয়ার অনুমতিসহ আরো সুযোগ দিতে বলছে সরকার।