থানার ওসি ও স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত ১০




কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী (সিনিয়র নার্স, পুরুষ)সহ জেলায় মোট দশ ব্যক্তি করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

এদের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও একজন ক্লিনারও রয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) প্রাপ্ত প্রতিবেদনে এই তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েত পল্লী গ্রামের এক নারীসহ তিন জন এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও ক্লিনার করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এছাড়াও জেলার ভূরুঙ্গামারী উপজেলায় তিন জন এবং ফুলবাড়ী থানার ওসিসহ দুইজন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।

ফুলবাড়ী থানার ওসি করোনা আক্রান্তের বিষয় নিশ্চিত করে পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, কোনও ধরণের উপসর্গ ছাড়া ওসি এখনও ভালো আছেন। তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও তার গাড়ি চালকসহ আরও দুই তিনজনকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম জানান, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালন করা এক ওয়ার্ড বয় ও একজন ক্লিনারের শরীরে করোনাভাইরাসের সংক্রমন শনাক্ত হয়েছে। তবে তাদের কোনও উপসর্গ নেই। নিয়মিত ডিউটি শেষে রুটিন চেকআপে নমুনা পরীক্ষার ফলাফলে তারা পজেটিভ শনাক্ত হন।

তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ নিয়ে জেলায় মোট ৩২ জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন। এর মধ্যে তিন জন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন।

পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি