নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তথাকথিত ‘দস্যু’ বাহিনীর আচমকা হামলা নাইজেরিয়ার অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন।
কাতসিনা প্রদেশের জিবিয়া জেলার একটি জঙ্গলাকীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে হাঁটার সময় সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। সামরিক এক সূত্র বলেছেন, ‘এখন পর্যন্ত ২৩ সেনার মৃতদেহ পাওয়া গেছে, কয়েকজন নিখোঁজ।’
স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত এই সশস্ত্র দুর্বৃত্তরা গবাদি পশু ছিনিয়ে নেওয়া ও অপহরণের মতো অপকর্ম করতো। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা এখন তারা অঞ্চলের কিছু বিদ্রোহী গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে।