দীর্ঘদিন বন্ধের পর আবারও চালু বাগদাদের বিমানবন্দর


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধের পর প্রায় চার মাস পর পুনরায় চালু হলো ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার পুরোদমে ওই বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

করোনা মহামারির কারণেই দীর্ঘদিন ধরে ওই বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। কর্তৃপক্ষের সিদ্ধান্তে আবারও বিমানবন্দর স্বাভাবিক রূপে ফিরেছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন যে, বিমানবন্দর খুলে দেওয়া হলেও যাত্রীদের কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে।
তিনি জানিয়েছেন, ইরাকে প্রবেশ করা সব যাত্রীকে ফ্লাইটে ওঠার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে করোনার পরীক্ষা করাতে হবে। করোনার ফলাফল নেগেটিভ থাকলেই তারা যাত্রা করতে পারবেন।

তিনি আরও জানিয়েছেন যে, যারা দেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করবেন তাদের অবশ্যই তাদের ফ্লাইটের কয়েকদিন আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা মেপে দেখা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।