দেশে চলমান করোনা পরিস্থিতির কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর অবশেষে মসজিদে নামাজ পড়ার জন্য অনুমতি দিয়েছে সরকার। এরই আলোকে আজ প্রায় ১ মাস পর মসজিদে জুমার নামাজের মধ্য দিয়ে নামাজ পড়তে পেরে স্বস্তি প্রকাশ করেছেন মুসল্লিরা। এ সময় মসজিদে করোনা সংক্রমণ রোধে সবধরনের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা ছিল।
রমজানের দ্বিতীয় জুমা হলেও করোনার কারণে নিষেধাজ্ঞা থাকলেও তা তুলে নেয়ার পর প্রথম জুমার নামাজ আদায় করতে মসজিদে আসেন মুসল্লিরা। এসময় আজানের সঙ্গে সঙ্গে খুলে দেয়া হয় মসজিদের প্রধান ফটক।
এরআগে মসজিদের প্রবেশ দ্বারে ছিল মুসল্লিদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা। প্রবেশের আগে মুসল্লিদের দেয়া হয় জীবাণুনাশক স্প্রে। লম্বা সময় পর মসজিদে প্রবেশ করতে পেরে খুশি মুসল্লিরা।
১২ দফা শর্তসাপেক্ষে মসজিদগুলোকে জামাতে নামাজের জন্য অনুমতি দেয় ধর্ম মন্ত্রণালয়। নামাজের আগে বয়ানে ইমাম বিধি নিষেধ মনে করিয়ে দেয়ার পাশাপাশি বেশি বেশি পালন করার আহ্বান জানান।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার গত ৬ এপ্রিল থেকে মসজিদে নামাজে সাধারণ মুসল্লিদের অংশ নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়। একই সঙ্গে গত ২৩ এপ্রিল তারাবির নামাজে ১২ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবে না বলে ঘোষণা দেয়া হয়।