দুই সপ্তাহ সামাজিক দুরত্ব মানলে করোনা সংক্রমণ কমবে ৬৫ শতাংশ


দেশে করোনা চিকিৎসায় যুক্ত আরো তিন বেসরকারি হাসপাতাল


বিশ্বব্যাপী যথাযথভাবে দুই সপ্তাহ সামাজিক দূরত্ব মেনে চললে মেনে চলা যায় তাহলে বিশ্বব্যাপী ৬৫ শতাংশ করোনার নতুন সংক্রমণ রুখে দেওয়া সম্ভব। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় আরও বলা হয়, তাতে করে ১.৫ মিলিয়ন অর্থাৎ ১৫ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

গবেষকরা ১৩৪টি দেশ থেকে সামাজিক দূরত্বের ডাটা সংগ্রহ করে এবং সেগুলো বিশ্লেষণ করে এই ফল পেয়েছে। তার মধ্যে ৪৬টি দেশ কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার মাধ্যমে ১৫ লাখ ৭০ হাজার লোককে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পেরেছে।

বিষয়ে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান অ্যান্ডারসন ক্যানসার বলেন, যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে তাদের মূলে রয়েছে যথাযথভাবে সামাজিক দূরত্বের পরিকল্পনা বাস্তবায়ন করা। আর যেসব রাজ্যে এটা করতে পারছে না সেখানে সংক্রমণও বেশি। যদিও দুটি রাজ্যে সামাজিক দূরত্ব না মানার পরও করোনার সংক্রমণ কমতে দেখা গেছে।