দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১০৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫,৬৯১ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২০৮ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯ জন ।
সেইসাথে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৫২ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থের সংখ্যা ২৯০২ জন। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করছে ৩৭ টি প্রতিষ্ঠান।
আজ সোমবার (১১ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। তবে মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ৪২২ জন। এ নিয়ে দেশটিতে ৮০ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের দিক থেকেও শীর্ষে অবস্থান করছে দেশটি। যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ২৫ হাজার মানুষ। মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন।