দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ খবর


দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ খবর


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৯ জন, শনাক্তের হার আরও কমে ১৪ দশমিক ৭৬ শতাংশ। অবশ্য কমেছে নমুনা পরীক্ষাও। এ পর্যন্ত দেশে ৩ লাখ ২১ হাজার ৬১৫ জনের করোনা শনাক্ত হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৪১২ জন।

গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩টি নমুনা। এর আগের দিন ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ১৫ হাজার ১১১টি নমুনা।

জেনে নিন আবহাওয়ার খবর:

আবহাওয়ার খবর ৪ সেপ্টেম্বর : সর্বোচ্চ ঢাকায় ও সর্বনিম্ন বরিশালে

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ ও ৭ জন নারী।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২১১ জন। এ পর্যন্ত সুস্থ ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩২ জন।