দেশে করোনায় নারীর চেয়ে পুরুষ মরছে তিনগুণ


দেশে করোনা-র দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, প্রস্তুত থাকার পরামর্শ


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৭৫১ জন। এর মধ্যে ২ হাজার ১৬৮ জন পুরুষ এবং নারী ৫৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় (বুধবার, ২২ জুলাই) নতুন করে মৃত্যু হয়েছে ৪২ জনের। এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০৫ জনসহ এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ২০২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৭ হাজার ২০২ জনে। ১২ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ১২ জন।

তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের একজন, ৭১ থেকে ৮০ বছরের আটজন, ৬১ থেকে ৭০ বছরের ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ২১ থেকে ৩০ বছরের একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।