দেশে চলমান করোনা সংক্রমণে এবার আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি হলেন রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন। মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে তিনজন চিকিৎসক করোনা আক্রান্তে মারা গেলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইবনে সিনা হাসপাতালের সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার আসরারুল আজিজ।
তিনি জানান, ডা. আবুল মোকারিম ১০ দিন আগে কোভিড-১৯ পজিটিভ হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চারদিন আগে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সাপোর্টের জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় তার পরিবারের আরও দুই জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মো. মঈন উদ্দিন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে এবং ৩ মে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজিস্ট বিভাগের অধ্যাপক কর্নেল (অব) মোহাম্মদ মনিরুজ্জামান মারা যান।