দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৬৫৭ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৭৩৮ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। যাদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২২৮ জন।
সেইসাথে ২৩৬ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। এ নিয়ে সুস্থের সংখ্যা ২৬৫০ জন। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করছে ৩৬ টি প্রতিষ্ঠান।
আজ রোববার (১০ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে সারা বিশ্বে ৪০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ হারিয়েছে ২ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষ।
রোববার যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ করোনাবিষয়ক তথ্য অনুসারে বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪০ লাখ ২৩ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে ২ লাখ ৭৯ হাজার ৩০৭ জন।
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা গত ২৫ দিনে দ্বিগুণ হয়েছে। গত ১৫ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছুঁয়েছিল। এই হিসাবে প্রতিদিন গড়ে রোগী শনাক্ত হচ্ছে ৮০ হাজার করে।
আর গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০ লাখের মতো। এরপরের ১২ দিনেই তা ২০ লাখ পেরিয়ে যায়। আর সর্বশেষ ২৫ দিনে এই সংখ্যা দ্বিগুণ হলো।
মার্কিন যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৯ হাজার ১৫৯ জন। আর দেশটিতে করোনায় মারা গেছে ৭৮ হাজার ৭৯২ জন।