পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সরকারের ত্রুটি-বিচ্যুতি আছে। তবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অন্য কেউ দায়িত্ব নিলে দেশ পরিচালনা করতে পারবে না।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও জমির অধিকার শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ব্রিটিশরা জমির এক অদ্ভুত বৈষম্যমূলক বণ্টন চালু করে যায়, যা পরে কোনো সরকারই সংস্কারের উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার সংস্কারে বিশ্বাস করে। শুধু ভূমি আইন নয় বরং অনেক ক্ষেত্রেই সংস্কার করা হয়েছে। যার উদ্যোগ আগে কেউ নেয়নি।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা রেল সার্ভিস উদ্বোধন করলেন
মন্ত্রী আরও বলেন, ভূমির মালিকানা নিয়ে হাজার বছর ধরে যে অন্যায় ঘটছে তা এখনো বন্ধ করা যায়নি।
তিনি বলেন, বর্তমান সরকার ভূমি আইন সংস্কার ও ডিজিটাল পদ্ধতি চালু করলেও তা জমির বিরোধ নিষ্পত্তি পুরোপুরি সহজ করতে পারেনি।