দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়, বাড়ছে আতঙ্ক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


দেশে চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেই সামাজিক দূরত্ব না মেনেই আজও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আজও নদী পার হচ্ছে শত শত যাত্রী।

শুক্রবার (৮ মে) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে এমন চিত্র দেখা যায়।

গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জেলা থেকে যাত্রীরা দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছেন। এ সময় ঢাকা থেকেও বহু যাত্রীকে আসতে দেখা গেছে।

এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটে কর্মরত পাঁচ কর্মচারীসহ আরও ছয়জন করোনায় আক্রান্ত হওয়ায় ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান চারটি ছোট ও দুটি বড় ফেরি চলাচল করছে। এই সুযোগে ঘাটে আসা যাত্রীরা নদী পারাপার হচ্ছেন। এসময় তারা কোন ধরণের সামাজিক দূরত্ব না মেনেই চলাফেরা করছেন।