নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি


নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের কাছাকাছি মিয়ানমারের ভূখণ্ডে গোলাগুলি চলছে। এতে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ শনিবার সকাল নয়টার দিকে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে স্থানীয়রা। গোলাগুলির ফলে সীমান্তের কয়েকটি এলাকার মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পাশের গ্রামে আশ্রয় নিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছে, সকাল নয়টার দিকে গোলাগুলি শুরু হয়। তবে বেলা বাড়ার সঙ্গে গোলাগুলির মাত্রা আরও বেড়ে যায়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তের শূন্যরেখার কাছাকাছি হওয়ায় চেরারমাঠেও কিছু কিছু মেশিনগানের গুলি এসে পড়ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। বেলা সাড়ে তিনটা পর্যন্ত গোলাগুলি চলছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ মাসে ৩ লাখ টাকার বিনিময়ে জঙ্গিদের প্রশিক্ষণ দেয় কেএনএফ: র‍্যাব

এর আগে ১০ অক্টোবর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা যায়। প্রায় ১২ দিন পর আবার আজ গোলাগুলি শুরু হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও চেরারমাঠ এলাকার বাসিন্দা ফরিদুল আলম বলেন, নিরাপত্তার স্বার্থে পাড়ার লোকজনকে আপাতত নিরাপদ দূরত্বে সরে থাকতে বলা হয়েছে। বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুদের সরিয়ে নিতে বলা হয়েছে। তবে বাড়িতে মালামাল সবকিছু রয়েছে। গোলাগুলি কমে গেলে লোকজন আবার বাড়ি ফিরবেন।