নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের নিচে চাপা পড়ে বাবা-ছেলেসহ একই পরিবারে ৩ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন মাজার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০), তার ছেলে মো. সোহাগ (২৭) এবং সোহাগের পাঁচ বছরের ছেলে ইভান।
আরও পড়ুনঃ দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুল ইসলাম জানান লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়ক ধরে জিএম পরিবহনের একটি বাস নাটোর থেকে লালপুরে যাচ্ছিল। বিকেল পৌনে চারটার দিকে বাসটি ডেবরপাড়া পশু হাসপাতালের সামনে পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। তবে বাসটি পুলিশ জব্দ করেছে।