দেশে চলমান করোনা পরিস্থিতির অন্যতম হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে এবার বাড়িতে থেকেই চিকিৎসা সেবা নিয়েই ৪২ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ মুঠোফোন ও বিশেষ ব্যবস্থায় বাড়িতেই আইসোলেশনে রেখে এসব আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছেন।
শনিবার এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। তিনি বলেন জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১২৪৮ জন (মৃত্যুসহ)। তাদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৫৩ জনের আর সুস্থ হয়েছেন একশ চারজন।
ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আমাদের অধিকাংশ রোগীই বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। তাদেরকে উপসর্গ অনুযায়ী ওষুধ দেওয়া হচ্ছে। নিয়মিত তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। কেউ সুস্থ হলে তার নমুনা নিয়ে নেগেটিভ আসলে তাকে সুস্থ বলা হচ্ছে।
ডা. জাহিদুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্যে নারায়ণগঞ্জের খানপুর ও সাজেদায় দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যথাক্রমে ৭২ এবং ২২ জন। এ ছাড়া মোট আক্রান্তের সকলেই বাড়িতে রয়েছেন।
তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। আমার নাম্বার আক্রান্ত সকলের কাছে দেওয়া আছে। সকলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মূলত উপসর্গ বুঝে ওষুধ দিচ্ছি।
তিনি জানান, রোগীদের মানসিক সাপোর্ট দেওয়া, তাদের পাশে থাকা চিকিৎসা সেবাকে আরো গতিশীল করে। আমরা নিয়মিত রোগীদের ভরসা দিচ্ছি তাদের সেবা দিচ্ছি। প্রতিদিন খোঁজ নেওয়া হয় তাদের কি অবস্থা। আক্রান্ত হলে যদি সে ভালো থাকে তাহলে সে শুধুমাত্র আইসোলেশনে থাকবে। এর বাইরে কোন কিছুই নেই সে স্বাভাবিক জীবনযাপন করবে।
তিনি আরো জানান, আমাদের দুজনের আরেকটি টিম রয়েছেন। যারা নমুনা নেওয়ার পর কে আক্রান্ত আর কে আক্রান্ত না সেটি দ্রুত জানিয়ে দেয়। তারা নিয়মিত কাজ করছে।