সংবাদ পড়তে গিয়ে দাত খুলে পড়লো উপস্থাপকের!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


পূর্ব ইউরোপের ইউক্রেন রাষ্ট্রে একটি টিভি চ্যানেলে সরাসরি সংবাদ উপস্থাপনকালে হঠাৎ করেই সামনের পাটির একটা দাত খুলে যায় সংবাদ উপস্থাপকের। যদিও খুব সচেতনভাবেই উপস্থাপক দ্রুততার সাথে তা সামলে নিয়েছেন এবং সংবাদ পাঠ চালিয়ে গিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সুত্র অনুযায়ী এই উপস্থাপকের নাম মেরিচকা পাদালকো। লাইভে সংবাদ পাঠের সময় তিনি হুট করে উপলব্ধি করেন তার সামনের পাটির একটি দাত লুস। কিন্তু এই সংবাদ উপস্থাপক কোনভাবেই বিব্রতবোধ না করে খুব দ্রুততার সহিত ডান হাতের সাহায্যে দাতটি খুলে সরিয়ে নেন এবং সংবাদ পাঠে বিঘ্ন না ঘটিয়ে সুন্দরভাবেই উপস্থাপন চালিয়ে যান, যা রীতিমত অবাক করেছে তার সহকর্মী, শ্রোতাসহ অনেককে।

এ সম্পর্কে মেরিচকা পাদালকো জানান,  ‘উপস্থাপক হিসাবে এটিই সম্ভবত আমার দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে সবচেয়ে মজার অভিজ্ঞতা।এই দাতটি পড়ার কারণ হচ্ছে ১০ বছর আগেকার একটি দুর্ঘটনা। যখন আমার মেয়ে একটি এলার্ম ঘড়ি নিয়ে খেলার সময় আমার এই দাতের অর্ধেকটা ঘটনাক্রমে ছিটকে পড়ে।‘

দেখুন ভিডিওঃ

https://www.instagram.com/p/CCqr6gsJ-1_/?utm_source=ig_web_copy_link