নিওর (NIOR) ব্র্যান্ডটি প্রসাধনীর আন্তর্জাতিক বাজারে বেশ প্রসিদ্ধ। মেকআপ ও বিউটি কেয়ার পণ্য মিলিয়ে বাংলাদেশের বাজারে রয়েছে ব্র্যান্ডটির ৪৯টি পণ্য। সৌন্দর্যচর্চায় তাদের নতুন উদ্ভাবনে বাড়ছে বাংলাদেশি ক্রেতাদের আস্থাও।
১৯৯৬ সালে বিপণন শুরুর পর থেকে ধীরে ধীরে বাজার বিস্তারের পাশাপাশি জনপ্রিয়ও হয়ে উঠেছে নিওর। গবেষণা ও আধুনিক প্রযুক্তির মিশেল প্রতিষ্ঠানটি বাজারে আনছে নানা রকম মেকআপ ও বিউটি কেয়ারসামগ্রী। ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রসাধনীর বাজারেও দৃঢ় অবস্থান করে নিয়েছে নিওর।
আরও পড়ুনঃ ঘরোয়া উপাদানই করবে মেকআপ রিমুভারের কাজ
নারীর স্বাতন্ত্র্য ও আভিজাত্যকে প্রধান্য দিয়ে ২৬ বছর ধরে নিওরের পথ চলা। সব ধরনের সৌন্দর্য চাহিদা পূরণে পণ্যের ধরনেও রয়েছে ভিন্নতা। এ ছাড়া কর্মজীবী নারীদের অফিসফ্রেন্ডলি প্রসাধন লাইনও এ ব্র্যান্ডের রয়েছে।
মেকআপ পণ্যের মতো নিওরের স্কিনকেয়ার পণ্যগুলোও সমানভাবে জনপ্রিয়।
অ্যালোভেরা ময়েশ্চার সুদিং জেল, ড্রিমি গ্লো ব্রাইটনিং ক্রিম, সিরাম ও ক্লিনজিং ফোম যথেষ্ট সাড়া ফেলেছে।
প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই বাজারজাত করা হয়ে থাকে নিওরের পণ্য। এসব প্রসাধন ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি ত্বকের বলিরেখা দূর করে ত্বককে সুস্থ ও সতেজ রাখতে সহায়ক। নেই ক্ষতিকর প্রতিক্রিয়ার সম্ভাবনা।