নিখোঁজ শিশু সিয়ামের লাশ পাওয়া গেলো পাটক্ষেতে


কুড়িগ্রাম, Kurigram District #paperslife


কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে সিয়াম নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০জুন) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের তেলিটারী গ্রামের একটি পাটক্ষেতে স্থানীয়রা সিয়ামের লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সিয়াম উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলিটারী গ্রামের নির্মাণ শ্রমিক (টাইলস মিস্ত্রি) জায়েদুল হকের ছেলে। ঠিক কী কারণে এবং কে বা কারা তাকে হত্যা হত্যা করেছে তা এখনও জানতে পারেনি পুলিশ।

নিহত সিয়ামের বাবা জায়েদুল হক জানান, শুক্রবার (১৯ জুন) বিকালে সিয়াম নিখোঁজ হয়। তাকে অনেক জায়গায় খুঁজেও পাওয়া যায়নি।

শনিবার দুপুরে বাড়ির ৫০গজ দূরে সলিমুদ্দিন নামে এক ব্যক্তির পাটক্ষেতে পাতা তুলতে গিয়ে স্থানীয় কিশোর আসলাম ও রাসেল সিয়ামের লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের কারণ এবং দায়ীদের ব্যাপারে অনুসন্ধান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার