নির্বাচনে কারচুপি; অং সান সু চি’র ৩ বছরের কারাদণ্ড


নির্বাচনে কারচুপি; অং সান সু চি'র ৩ বছরের কারাদণ্ড


নির্বাচনে কারচুপির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির সামরিক আদালত।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এর পর থেকে এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন।

আরও পড়ুনঃ ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চির বয়স এখন ৭৭ বছর। তবে সেনাবাহিনীর হাতে বন্দী হওয়ার পর থেকে এই প্রথম তিনি দণ্ডিত হলেন না। দুর্নীতি, সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি, করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে সামরিক সরকার।