নিয়োগ বাণিজ্য নিয়ে অডিও ‘ফাঁস’, ইবি উপাচার্যের ব্যাখ্যা চায় শিক্ষক সমিতি


নিয়োগ বাণিজ্য নিয়ে অডিও ‘ফাঁস’, ইবি উপাচার্যের ব্যাখ্যা চায় শিক্ষক সমিতি


টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠের মতো একটি অডিও প্রকাশ হয়েছে। অডিওতে উপাচার্যকে ‘আগের সকল শিক্ষক নিয়োগ টাকায় হয়েছে’— এমন কথা বলতে শোনা যায়।এ অডিওর ব্যাপারে উপাচার্যের অবস্থান জানানোর জন্য অনুরোধ করেছে শিক্ষক সমিতি।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শিক্ষক সমিতি এ অনুরোধ জানায়।

বিবৃতিতে বলা হয়, আজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অডিওতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথোপকথন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। ওই অডিওতে উপাচার্যের মন্তব্যে শিক্ষক সমিতি হতবাক। এ ধরনের মন্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে শিক্ষক সমিতি মনে করে। প্রচারিত অডিওর বক্তব্যের বিষয়ে উপাচার্যকে অবস্থান জানানোর জন্য অনুরোধ করা হয়।

আরও পড়ুন :

ভারতের একটি বইয়ের ছবি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে শিক্ষক সমিতি মনে করে অডিওটার কণ্ঠ উপাচার্যের। তাই আমরা বর্তমান উপাচার্যের দায়িত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলে জানিয়েছি যে উপাচার্য ক্যাম্পাসে আসা মাত্র তাঁর অবস্থান যেন পরিষ্কার করেন। তিনি যেটা জানাবেন তাঁর ওপর ভিত্তি করে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

এদিকে একই ঘটনায় আরেকটি বিবৃতি দিয়েছে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। শাপলা ফোরামের বিবৃতি বলা হয়, সম্প্রতি মিসেস সালাম নামের আইডিতে পোস্ট করা উপাচার্যের একটি অডিও শাপলা ফোরামের নজরে এসেছে। ওই অডিওতে তাঁর যে কণ্ঠ এসেছে সেখানে তিনি তাঁর সময়ের আগে ইবির সব শিক্ষক টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

তিনি আরও উল্লেখ করেছেন যে, ওই নিয়োগ প্রক্রিয়ায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী, এমনকি নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদারেরা পর্যন্ত টাকা লেনদেনের সঙ্গে জড়িত। এখানকার দায়িত্বপ্রাপ্ত ডিনরা কোনো কাজ না করে বঙ্গবন্ধুর নামে ‘জিকির’ করেন বলে ওই অডিওতে তাঁকে বলতে শোনা যায়।