নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের স্মরণে দোয়া


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


করোনা মহামারিতে গাজীপুরের নুহাশপলস্নীতে এবার সীমিত পরিসরে গতকাল রোববার পালিত হলো জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃতু্যবার্ষিকী। প্রতি বছর এ কলম জাদুকরের প্রয়াণ দিবসে বিভিন্ন ধরনের আয়োজন থাকলেও এবার আয়োজন ছিল ভিন্ন।

গতকাল সকালে হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই সন্তান নিষাদ-নিনিতকে নিয়ে নুহাশপলস্নীতে লিচুগাছ তলায় শায়িত হুমায়ূনের কবরে ফুল দিয়ে কবর জিয়ারত ও দোয়ায় অংশগ্রহণ করেন। এ সময় শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী, ঢাকার প্রকাশক সমিতি ও হিমু পরিবহণের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

স্বামীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারের সময় স্বামীর কবরের পাশেই একটি স্মৃতি যাদুঘর স্থাপনের ইচ্ছা পুনর্ব্যক্ত করে শাওন বলেন, ‘অন্য ভক্তদের মতো আমারও খুব ইচ্ছে ছিল, এখনও প্রবল ইচ্ছে আছে হুমায়ূন আহমেদ যেখানে শুয়ে আছেন তার পাশেই একটি যাদুঘর করার। কিন্তু নুহাশপলস্নী একটি পারিবারিক সম্পদ। এখানে যাদুঘর স্থাপন করতে গেলে পরিবারের সবার অনুমতির প্রয়োজন আছে। ওই স্থানটিতে এখনও আমি অপারগ হয়ে আছি।

এ ব্যাপারে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে শাওন বলেন, সবাইকে এখনও তিনি একত্র করতে পারেননি। শাওন জানান, প্রতি বছর হুমায়ূনের মৃতু্যবার্ষিকীতে নুহাশপলস্নীতে কোরআন তিলাওয়াতের আয়োজন হতো।

শত শত ভক্ত নুহাশপলস্নীর ভেতরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নিতেন। তাদের হুমায়ূন আহমেদের পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হতো। এবার এমন একটা পরিস্থিতি, সে রকম কোনো জনসমাগমই করা সম্ভব হয়নি।

এবার মৃতু্যবার্ষিকীর জন্য যে খরচ/বাজেট ছিল তা সমতলভূমির আদিবাসী ও পতিতাদের ২০০ পরিবারের মধ্যে বিতরণ করা হবে।