নৌকা দেখ‌লেই ত্রা‌ণের জন‌্য ছু‌টছে বানভা‌সিরা, যুবলী‌গের শুক‌নো খাবার বিতরণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


দীর্ঘমেয়াদি বন‌্যায় নাকাল হ‌য়ে খাদ‌্য কষ্টে ভুগ‌ছে জেলার বানভাসি মানুষজন। সরকা‌রি ত্রাণ সহায়তা চলমান থাক‌লেও তা প্রয়োজ‌নের তুলনায় অপ্রতুল।

এ অবস্থায় বানভা‌সি মানু‌ষের জন‌্য বি‌ভিন্ন পর্যা‌য়ের সংগঠন থে‌কে ত্রাণ কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে। হতদ‌রিদ্র বানভা‌সি‌দের জন‌্য শুক‌নো খাবার ‌নি‌য়ে সাহা‌য্যের হাত বা‌ড়ি‌য়ে‌ছে জেলা যুবলীগও। বুধবার (২২ জুলাই) দুপু‌রে সদর উপ‌জেলার বন‌্যা কব‌লিত বি‌ভিন্ন এলাকার বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে বানভা‌সি‌দের নগদ অর্থ সহ শুক‌নো খাবার বি‌লি ক‌রেন যুবলীগ কর্মীরা।

নৌকা দেখ‌লেই ত্রা‌ণের জন‌্য ছু‌টছে বানভা‌সিরা, যুবলী‌গের শুক‌নো খাবার বিতরণ

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃআনিচুর রহমান খন্দকারের নেতৃ‌ত্বে সদর উপ‌জেলার বন‌্যা দুর্গত ভেলাকোপা, নওদাবশ,নয়ারহাট,পিপড়ার বাজার এলাকায় পাঁচশতাধিক প‌রিবা‌রের মা‌ঝে চিড়া, লবণ, মুড়ি, চিনি, স্যালাইন ও ওষুধের প্যাকেট সম্বলিত ত্রাণ সাম‌গ্রী বিতরণ ক‌রে যুবলীগ।

নৌকা দেখ‌লেই ত্রা‌ণের জন‌্য ছু‌টছে বানভা‌সিরা, যুবলী‌গের শুক‌নো খাবার বিতরণ

যুবলীগ নেতা আনিচুর রহমান খন্দকার জানান, জেলা জু‌ড়ে বানভা‌সিরা শুক‌নো খাবা‌রের অভাব বোধ কর‌ছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশনা মোতা‌বেক সরকা‌রের পাশাপা‌শি যুবলীগ খাদ‌্য সহায়তা নি‌য়ে বন‌্যা দুর্গত‌দের পাশে দাঁ‌ড়ি‌য়ে‌ছে। বন‌্যার পা‌নি নে‌মে না যাওয়া পর্যন্ত যুবলী‌গের এ ত্রাণ সহায়তা অব‌্যাহত থাক‌বে বলে জানান যুবলী‌গের এ নেতা।

পেপার’স লাইফ/কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি