নোয়াখালীতে একদিনেই করোনাভাইরাসে (কোভিড-১৯) ২২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার ৯টি উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৮ জন। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনজন।
সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। তিনি বলেন, গত ৭ মে তাদের শরীরে নমুনা সংগ্রহ করা হয়। গতকাল (রোববার ১০ মে) রাতে রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, একজন নার্স, একজন অ্যাম্বুলেন্স চালক, দুইজন পিয়ন, চাকরিজীবীসহ কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারী। এরা মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় কর্মরত ছিলেন। বর্তমানে আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নোয়াখালীতে দিনদিন করোনা রোগী সংখ্যা বেড়ে চলছে।