পানিতে ডুবে পটুয়াখালীর কাউন্সিলরের দুই ছেলেরই মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকে স্তব্ধ পরিবার, এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
২৯ আগস্ট (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার বাংলা বাজার এলাকায় ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ সিকদারের বাসার কাছের খালে পড়ে দুই ছেলেরই মৃত্যু হয়। মৃত দুই শিশু হলো- মো. আবদুল্লাহ (৪) ও মো. ফাহিম (৩)।
আরও পড়ুন: প্রতিদিন কোটি ডলারের গ্যাস পোড়াচ্ছে রাশিয়া
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরে দুই ভাই বাসার বাইরে খেলতে যায়। রাত সাড়ে ৮ টার দিতে পরিবারের লোকজন না পেয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে রাত সাড়ে ৯টায় বাসার কাছে খালে তাদেরকে ভেসে থাকতে দেখা যায়।
পারে বাউফল হাসপতালে তাদের তাদের উদ্ধার করে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।