পদ্মা সেতুর রেল প্রকল্প এলাকায় সংঘর্ষে ৯ শ্রমিক আহত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


এবার পদ্মা সেতুর রেল–সংযোগ প্রকল্পের শ্রমিকদের উপর নিরাপত্তাকর্মীদের হামলায় ৯ জন শ্রমিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল বুধবার রাত ৮ টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সিতারামপুর এলাকার রেলওয়ের প্রকল্প এলাকায় ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করলে তাঁদের ওপর হামলা চালানো হয়।

ওই ঘটনায় আহত শ্রমিকরা হলেন মো. শুভ (২২), মো. জাকির (২৫), মো. সুমন (২৭), মো. রাজু (২২), মো. পারভেজ (২২), মো. নাঈম (২৫), মো. রায়হান (২২), মো. রাসেল (২৫) ও মোহাম্মাদ আলী (৫০)।

তাঁদের মধ্যে আহত প্রথম ছয়জনের গুলি লেগেছে। বাকি তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম জানান, বুধবার রাতে ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের শরীরে স্প্রিন্টার বা গুলির চিহ্ন আছে। অন্যদের শরীরে লোহাজাতীয় কোনো কিছু দিয়ে পেটানোর আঘাত আছে। তবে তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

আহত কয়েকজন শ্রমিক বলেন, করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কা থাকায় কাজের স্থান থেকে শ্রমিকদের বাইরের যাওয়ায় নিয়ম নেই। যত দিন পরিস্থিতি ঠিক না হয়, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের প্রকল্প এলাকার ভেতর থেকেই কাজ করতে বলে। এ জন্য প্রত্যেক শ্রমিককে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ ৩০০ টাকা করে ওভারটাইম ও ঈদের বোনাস দেওয়ার কথা ছিল।

এখানে প্রায় ৬৫০ থেকে ৭০০ শ্রমিক কাজ করেন। মাসের শুরুতে তাঁদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা। তবে বুধবার শ্রমিকদের জানানো হয়, ওভারটাইম ৩০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা করে দেওয়া হবে। বিষয়টি জানার পর তাঁরা কাজ বন্ধ রেখে সন্ধ্যার পর থেকে বিক্ষোভ করতে থাকেন। রাত সাড়ে আটটায়ও তাঁদের বিক্ষোভ চলছিল।

একপর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা তাঁদের ওপর ছররা গুলি ছোড়েন। এতে ছয়জন শ্রমিক ছররা গুলিবিদ্ধ হন। অপর তিন শ্রমিককে বন্দুক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।

শ্রমিকেরা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁদের ঠিকমতো খাবার দিচ্ছে না, থাকার জায়গাও ভালো না। ৫ জনের জায়গায় ১০ জনকে ঘুমাতে হচ্ছে। কাজেও খুব কষ্ট দিচ্ছে। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে মজুরি কেটে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান বলেন, জানতে পেরেছি শ্রমিকদের ওভারটাইম মজুরি জনপ্রতি প্রতিদিন ৩০০ টাকা করে দেওয়ার কথা ছিল।

তবে শ্রমিকদের ১৫০ টাকা করে দিতে চায় চায়নিজ ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় সেখানকার নিরাপত্তাকর্মীরা শটগান দিয়ে ছররা গুলি চালালে ছয়জন ছররা গুলিতে বিদ্ধ হন।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন এ ঘটনার তদন্ত হচ্ছে। মামলাও প্রক্রিয়াধীন আছে।