করোনা সংক্রমণের মধ্যেই এবার ভারতের পশ্চিমবঙ্গে মাত্র ৫শ টাকায় করোনা শনাক্তকরণ কিট তৈরি করছে বাঙালি বিজ্ঞানীরা। গণমাধ্যমের বরাতে আগামী সপ্তাহ থেকেই এই কিট পাওয়া যাবে বলেও খবর প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) এই কিট ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ছাড়পত্র পেয়েছে। সংস্থাটির ছাড়পত্র পাওয়া মানে এই কিট উৎপাদন শুরু করতে পারবে দক্ষিণ ২৪ পরগনার এই বেসরকারি বায়োটেক সংস্থাটি।
তবে উৎপাদন শুরু করলেও ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি অনুমোদন ছাড়া এই কিট বাজারে বিক্রি করা যাবে না বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি কাছে এই কিট বাজারে বিক্রির জন্য আবেদন জানানোর কথা ছিল বায়োটেক সংস্থার।
এ বিষয়ে বায়োটেক সংস্থার কর্মকর্তা রাজা মজুমদার জানিয়েছেন, মঙ্গলবারই আমরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের ছাড়পত্র পেয়েছি। এর পরবর্তী ধাপে আমরা ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির কাছে আবেদন জানাবো। সেখান থেকে ছাড়পত্র এলেই এই কিট বাজারে বিক্রি করা সম্ভব হবে।
এই কিট দিয়ে করোনা টেস্ট খুব অল্প সময়ে করা যায় এবং খরচও কম। এপ্রিল মাসে করোনাভাইরাস নির্ণয়ের জন্য এমনই কিট তৈরি করে সাড়া জাগিয়ে দিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার একটি বেসরকারি বায়োটেক সংস্থা। সেই কিটকে অনুমোদন দেয় ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আইসিএমআর।
সূত্র: এমএসএন ডটকম।