পাকিস্তানে সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা, নিহত ৮


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


মঙ্গলবার(১৪ জুলাই) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাঞ্জগুর জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও পাঁচ সেনা। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী গিচাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এতে বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক দশক ধরেই বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের সঙ্গে লড়াই চলছে পাকিস্তান সেনাদের।

আয়তনে দেশটির সবচেয়ে বড় প্রদেশ হলেও বেলুচিস্তানের জনসংখ্যা বেশ কম। স্বাধীনতাকামীদের দাবি, পাকিস্তান সরকার অঞ্চলটির মূল্যবান প্রকৃতিক সম্পদ তুলে নিলেও স্থানীয়দের উন্নয়নে তার যথাযথ ব্যবহার করছে না।

পাকিস্তানে মানবসম্পদ উন্নয়নের র‌্যাংকিংয়ে একেবারে তলানিতে রয়েছে বেলুচিস্তান। মানবাধিকার কর্মীদের অভিযোগ, এ অঞ্চলের অধিবাসীদের মধ্যে নিখোঁজ হওয়া বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অহরহই ঘটছে।

সূত্র: আল জাজিরা।