নিজের পোষা ছাগলকে কামড়েছিল কুকুর৷ প্রতিশোধ নিতে রাস্তার ৪০টি বেওয়ারিশ কুকুরকে বিষ খাইয়ে খুন করলেন ভারতের এক ব্যক্তি৷
ওড়িশার কটকের চৌধওর থানার মহঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
বহ্মানন্দ মল্লিক নামের ওই ব্যক্তি তার পোষা ছাগলের ওপর হওয়া হামলায় খুবই ক্ষেপে যান৷ তারপর ভারত মল্লিকের সঙ্গে বসে ষড়যন্ত্র করেন তিনি৷ দু’জনে মিলে ঠিক করেন বিষ খাইয়ে মারবেন গ্রামের সব কুকুরকে৷
ছোট ছোট মাংসের টুকরোর সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন গ্রামের সব কুকুরকে৷ বিষ খেয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মরেছে কুকুরগুলি৷ খুবই বেদনাদায়ক ছিল সেই দৃশ্য বলছেন এক গ্রামবাসী৷
এরই মধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ অভিযুক্তরা পলাতক৷ তাদের খোঁজ চলছে৷
কিছুদিন আগে কেরালায় অন্তঃসত্ত্বা হাতিকে বিস্ফোরক ভরা আনারস খাইয়ে খুন ব্যাপক সাড়া ফেলেছিল ইন্টারনেট দুনিয়ায়। এছাড়া জোড়া বাঘ হত্যা, গরুকে ও শিয়ালকে বিস্ফোরক খাইয়ে হত্যার ঘটনায় কেন্দ্র করে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল।
সূত্র- নিউজ ১৮।