পোষা ছাগলকে কামড়, প্রতিশোধে ৪০ কুকুর হত্যা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


নিজের পোষা ছাগলকে কামড়েছিল কুকুর৷ প্রতিশোধ নিতে রাস্তার ৪০টি বেওয়ারিশ কুকুরকে বিষ খাইয়ে খুন করলেন ভারতের এক ব্যক্তি৷

ওড়িশার কটকের চৌধওর থানার মহঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

বহ্মানন্দ মল্লিক নামের ওই ব্যক্তি তার পোষা ছাগলের ওপর হওয়া হামলায় খুবই ক্ষেপে যান৷ তারপর ভারত মল্লিকের সঙ্গে বসে ষড়যন্ত্র করেন তিনি৷ দু’জনে মিলে ঠিক করেন বিষ খাইয়ে মারবেন গ্রামের সব কুকুরকে৷

ছোট ছোট মাংসের টুকরোর সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন গ্রামের সব কুকুরকে৷ বিষ খেয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মরেছে কুকুরগুলি৷ খুবই বেদনাদায়ক ছিল সেই দৃশ্য বলছেন এক গ্রামবাসী৷

এরই মধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ অভিযুক্তরা পলাতক৷ তাদের খোঁজ চলছে৷

কিছুদিন আগে কেরালায় অন্তঃসত্ত্বা হাতিকে বিস্ফোরক ভরা আনারস খাইয়ে খুন ব্যাপক সাড়া ফেলেছিল ইন্টারনেট দুনিয়ায়। এছাড়া জোড়া বাঘ হত্যা, গরুকে ও শিয়ালকে বিস্ফোরক খাইয়ে হত্যার ঘটনায় কেন্দ্র করে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল।

সূত্র- নিউজ ১৮।