প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনায় আক্রান্তের রেকর্ড


করোনায় আক্রান্তের রেকর্ড


গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। সাত মাস পেরিয়ে গেলেও প্রাণঘাতী এ ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় এখন পর্যন্ত পাওয়া যায় নি। বরং, বিশ্বের প্রায় সব অঞ্চলেই দিন দিন রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রায় ৪০টি দেশে গত সপ্তাহের একাধিক দিনে রেকর্ড রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহেও এমন দেশের সংখ্যা ছিল ২০টির মতো।

আপাতদৃষ্টিতে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে সংক্রমণের উচ্চহার লক্ষ করা যাচ্ছে। তবে একই সঙ্গে অস্ট্রেলিয়া, জাপান, হংকং, বলিভিয়া, সুদান, ইথিওপিয়া, বুলগেরিয়া, উজবেকিস্তান ও ইসরায়েলে করোনায় আক্রান্ত নতুন রোগীর রেকর্ড তৈরি হচ্ছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, তিন সপ্তাহ আগেও প্রতিদিন কিংবা কয়েক দিনের ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা আগের রেকর্ড ভাঙছে এমন দেশের সংখ্যা ছিল ৭; পরের সপ্তাহে এ সংখ্যা বেড়ে হয় ১৩, তার পর ২০।

আর এখন ৩৭টি দেশে এ প্রবণতা দেখা যাচ্ছে। তার পরও বাস্তবতা আরও ভয়াবহ বলে মনে করা হয়। কেননা দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার অনেক দেশে প্রয়োজনীয় সুবিধা না থাকায় অনেক রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৬২ লাখ ২ হাজার ৩৮৫ জন। প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ছয় লাখ ৪৮ হাজার ৪৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ লাখ ১৩ হাজার ২৩২ জন।