ফুঁ দিয়ে ডিম খোসামুক্ত করার ভিডিও ভাইরাল


ডিম খোসামুক্ত করার ভিডিও


ফুঁ দিয়ে ডিম খোসামুক্ত করার ভিডিও এতোটাই জনপ্রিয় হয়েছে যে, ইউটিউব তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নতুন করে পোস্ট করেছে ভিডিওটি।

ডিমের খোসা ছাড়ানোর নতুন উপায় বাতলে দেয়া ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে।

দুধ সাদা তুলতুলে আবরণের ভিতর ছোট্ট হলদে সূর্য— খোসা ছাড়িয়ে মুখের সামনে ধরলে ডিমের মতো নির্ঝঞ্ঝাট আমিষ খাবার দু’টি হয় না। না আছে কাঁটা, না হাড়। কিন্তু খোসা ছাড়ানোটা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়। এ নিয়ে নানা জনের নানা পদ্ধতির প্রচলনও রয়েছে।

আর এই সমস্যায় প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা যতটা ভুক্তভোগী, ঝকঝকে শহুরে মানুষও ততটাই। তাই সম্প্রতি সেই সমস্যার সহজ সমাধান বাতলে ভাইরাল হলেন ব্রিটেনের বাসিন্দা এই যুবক।

আরও পড়ুন :

কিভাবে চিনবেন পঁচা ডিম?

বান্দরবনে আমের মত ডিম পাড়ছে মুরগি!

তার নাম, ম্যাক্স ক্লিমেনকো। তিনি ইউটিউব ভিডিওতে দেখিয়েছেন, কী ভাবে নিখুঁত ভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই ডিমের খোসা ছাড়ানো যেতে পারে। তার জন্য বারে বারে খোসা ছাড়ানোর দরকার নেই এমনকি খোসা শুদ্ধ ডিমকে থালায় রেখে অযথা রগরানোরও দরকার নেই।

তা হলে কী করতে হবে? দেখুন ফুঁ দিয়ে ডিম খোসামুক্ত করার ভিডিও:

এখানে ক্লিক করুন

https://www.instagram.com/p/CjTlAOmjzed/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

ইউটিউবার ম্যাক্স ইউক্রেনের নাগরিক। বর্তমানে ব্রিটেনের বাসিন্দা। ইনস্টাগ্রামে ম্যাক্স নিজের পরিচয় দিয়েছেন উদ্যোক্তা হিসেবে।