ফেসবুক পোস্টে ‘বেবি বাম্প’ এর ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা বুবলী। এটা কোন শুটিংয়ের অংশ কিনা জানা যায়নি। তবে পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য। অন্যদিকে বুবলীকে মা হওয়ায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।
পোস্টের ক্যাপশনেও রহস্য রেখেছেন নায়িকা। বুবলী পোস্টে লিখেছেন, ‘আমি আমার জীবনের সঙ্গে। ফিরে দেখা আমেরিকা।’ ছবিটির সঙ্গে বর্তমান বুবলীর লুকের তেমন কোনো মিল নেই। ধারণা করা হচ্ছে, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ছিলেন এ অভিনেত্রী। এটি সেই সময়ের ছবি। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কি সেই সময় মা হয়েছেন এই নায়িকা। যদিও তখন বিভিন্ন অনলাইনে খবর রটেছিল, এই নায়িকা মা হয়েছেন। তাঁর একটি সন্তান রয়েছে।
আরও পড়ুনঃ ১৮ সেপ্টেম্বর যে তারকাদের জন্মদিন
সেই সময় দেশে ফিরে এই সন্তানের জন্মদান প্রসঙ্গে কোনো কথা বলেননি বুবলী। বিভিন্ন সাক্ষাৎকারেও কৌশলেও বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি।
সেই সময় অনলাইন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেম রয়েছে। সেই হিসাবে বাবা হয়েছেন শাকিব খান। এই বিষয়ে শাকিব খানও মুখ খোলেননি। কিন্তু এবার বুবলী কেন রহস্যের আশ্রয় নিলেন? বুবলীর এ পোস্ট ঘিরে আরও বেশি আলোচনার কারণ শাকিব খান। আজ শাকিব খানের সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন।