টানা তৃতীয়বারের মতো মার্কিন সাময়িকী ফোর্বসের করা ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় ৪২তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
গত বছর বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ৪৩তম স্থানে। অর্থাৎ এ বছর ফোর্বসের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থানের একধাপ উন্নতি হয়েছে।
আরও পড়ুনঃ সংসদের ৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
এ তালিকা প্রকাশের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা চতুর্থ মেয়াদে দেশটির দায়িত্ব পালন করছেন। চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন তিনি; যা তার মেয়াদেই টানা তৃতীয়বার। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জিতে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ। এবারের মেয়াদই নিজের জন্য শেষ মেয়াদ বলে মনে করেন শেখ হাসিনা। এই মেয়াদে জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেয়ার পরিকল্পনা রয়েছে তার।
এবারের সংস্করণে মার্কিন এই সাময়িকী বিশ্বের ৩৯ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ১০ জন রাষ্ট্রপ্রধান ও ১১ জন ধনকুবেরকে (বিলিয়নিয়ার) বেছে নিয়েছে। এ বছর ফোর্বসের করা বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডার লিয়েন।