করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির প্রাক নির্বাচন সমাবেশ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফ্লোরিডায় নির্বাচনি সমাবেশ করার জন্য এটি সঠিক সময় নয়।
দেশটিতে করোনায় সংক্রমণ ৪০ লাখ ছাড়ানোর পর অনেকটাই নড়েচড়ে বসেছেন ট্রাম্প। শুরুর দিকে করোনা নিয়ে খুব বেশি তৎপর না হলেও বর্তমানে বেশি সতর্ক তিনি। মাস্ক না পরে বিভিন্ন স্থানের যাওয়ার জন্য সমালোচিত হয়েছেন বহুবার।
তবে এখন তিনি নিজেই মাস্ক পরছেন, সেই সঙ্গে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় সেখানে মাস্ক পরে যাওয়ার পরামর্শও দিয়েছেন ট্রাম্প।