বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ পা হারালেন বাবা


রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬, আহত ২


বগুড়ার শাহজাহানপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিজের দুই সন্তানসহ পা হারিয়েছেন বাবা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায় নানা বাড়ি থেকে পুত্র আসিফ (১২) ও কন্যা রওজা (৭) কে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বাবা লিটন মন্ডল (৩৫)। ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নিমিষেই একই সাথে পা হারান বাবা ও পুত্র-কন্যা।

দুর্ঘটনার শিকার লিটন মন্ডল বগুড়ার শেরপুর ঘোষপাড়ার নবির মন্ডলের পুত্র। তিনি শেরপুর সকাল বাজারে চায়ের দোকান করতেন।

লিটন মন্ডলের স্বজনেরা জানান, শিশু পুত্র আসিফ ও মেয়ে রওজা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তাদেরকে নিয়ে বাবা লিটন মন্ডল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনজনেরই ডান পা কেটে ফেলতে হবে বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল। বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ওভারটেক করতে গিয়ে হঠাৎ করে রাস্তার ডান পাশে এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মারে।

শাজাহানপুর থানার এসআই ডেভিট হিমাদ্রী বর্মা জানান, আহতরা বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।