বঙ্গোপসাগরের ট্রলার ডুবি, ৭ ঘণ্টা পর উদ্ধার ১৩ জেলে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


বঙ্গোপসাগরের ঝড়ের কবলে পড়ে ইলিশ মাছ বোঝাই এফ,বি মালেকা-১ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এসময় ১৩ জেলেসহ মাছ ধরে ট্রলাটি তালতলীর মরা নিদ্রার উদ্দেশ্য আসছিলো। ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলীর নিদ্রা সখিনা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বাইসদার বয়া নামক স্থানে।

বিষয়টি নিশ্চিত করে ট্রলারের মাঝি শাহিন ঘরামী জানায়, বেলা ২ টার দিকে হঠাৎ করে তাদের ট্রলার ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড বাতাস আর তুফানে ট্রলারে পানি উঠে গেলে সকলে সাগরে পড়ে হাবুডুবু খেতে থাকে। প্রায় ৬-৭ ঘন্টা পরে দু’টি ট্রলারের জেলেরা তাদের উদ্বার করে।

এ ঘটনায় উদ্ধার হওয়া জেলেদের রোববার রাত ৯ টার দিকে নিদ্রাসখিনা নিয়ে আসা হয়। সকল জেলেদের বাড়ি তালতলীর নিদ্রা সখিনা ও মরা নিদ্রা গ্রামে।

স্থানীয় মৎস্য ব্যাবসায়ী কবির আকন জানান, ঝড় তুফানের সাথে লড়াই করে জেলেরা সকলে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা স্থানীয়রা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।