স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার ও আওয়ামী লীগ চায় সুষ্ঠু নির্বাচন। তাই বিদেশিদের দুয়ারে দৌড়াদৌড়ি করে লাভ নেই।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।
আরও পড়ুনঃ দেশকে বাঁচাতে আরেকবার নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুৎসা রটিয়ে, সহিংসতা করে বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই। জনগণের ভোট পাবে না বুঝতে পেরে বিএনপি বিদেশিদের পেছনে টাকা ঢালছে। আওয়ামী লীগ কারেও দয়ায় বিশ্বাস করে না, জনগণের ওপর নির্ভর করে।
বিএনপি ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, যতই ষড়যন্ত্র করেন, কোনো লাভ নেই। মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে।