বিপদসীমার নিচে তিস্তার পানি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


অবশেষে দেশের অন্যতম ব্যারেজ তিস্তার পানি ডালিয়া পয়েন্টে শনিবার (১৮ জুলাই) বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। ওই পয়েন্টে পানির বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।

বিষয়টি নিশ্চিত করে পাউবোর গেজ পাঠক (পানি পরিমাপক) মো. নুরুল ইসলাম বলেন, গত ৪৮ ঘণ্টায় উজানের ঢল ও বৃষ্টিপাত বন্ধ থাকায় ডিমলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. মঈনুল হক জানান, প্রকৃতি সঙ্গে ডিমলার মানুষের ভাগ্য জড়িত। বিশেষ করে বর্ষা এলে বিরূপ আবহাওয়ায় এখানকার মানুষ পানি আতঙ্কে দিন যাপন করে। এসব মানুষের জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্থায়ী সমাধানের একান্ত প্রয়োজন। কিন্তু, বছরের পর বছর স্থায়ী কোনও সমাধান হয় না।

একই উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, বন্যায় বন্যার্তদের পেছনে সরকারের যে অর্থ ব্যয় হয় তা দিয়ে স্থায়ী সমাধান কোনও ব্যাপার না।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, গত চার দিনের খরায় (বৃষ্টি না হওয়ায়) ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হওয়ায় তিস্তাবেষ্টিত এলাকার মানুষ একটু স্বস্তিতে আছে।