করোনা সংক্রমণে বিশ্বে একদিনে করোনায় ৬ হাজার ২০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।
২৪ ঘণ্টায় ২ লাখ ৭৫ হাজার মানুষ আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লাখ ৩৯ হাজারের বেশি। এদিন সবচেয়ে বেশি মারা গেছে ব্রাজিলে। দেশটিতে নতুন করে ১৩শো’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১১শ’র বেশি। আর আক্রান্ত হয়েছে প্রায় ৭০ হাজার মানুষ।
এছাড়া মেক্সিকোতে একদিনে প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছে। ভারত, দক্ষিণ আফ্রিকাতেও বেড়েছে করোনায় সংক্রমণ ও মৃত্যু।